অধ্যক্ষ মহোদয় :০১৭১৬-৪৬৩০২৬
 
 

আতরজান কলেজ

যুগ যুগ ধরে উপেক্ষিত এ এলাকা। বিশ্বখ্যাত ম্যানগ্রোভ ফরেষ্ট সুন্দরবনের বুকে লোনা পানির পলি অবক্ষেপনের মাধ্যমে গড়ে ওঠা এ জনপদ। সাতক্ষীরা জেলায়, শ্যামনগরের জীবনধারায় নারী শিক্ষার গুরুত্ব সুধীজনের অনুভূত হয়। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার স্তর পেরিয়ে এদেশের নারীও উচ্চশিক্ষায় আসীন হতে চায়।সময় আত্মাকে জাগ্রত করে। অনগ্রসর নারীর উন্নয়ন ইচ্ছায় বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী জনাব আলহাজ্ব এস.এম.আফজালুল হক সাহেবের অর্থায়নে ও অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিদের সহযোগিতায় ১৯৯৪ সালে গড়ে ওঠে এ অঞ্চলের নারী শিক্ষার উচ্চ স্তরের পীঠস্থান শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়| মহাবিদ্যালয়ের শুরুতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর-এর অধীনে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ এবং ১৯৯৮ সাল থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচ.এস.সি(বি.এম) শিক্ষাক্রম চালু হয়। ১৯৯৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পেয়ে স্নাতক স্তরে উন্নীত হয় প্রতিষ্ঠানটি।